প্রতিশ্রুতি ছুঁড়ে ফেলে উড়ে যায় পাখি
ধ্রুপদী বিষন্নতায় একা পড়ে থাকি
নিভৃতে,নির্জনতায় স্মৃতি কেনো নড়ে?
জেগে উঠলে স্মৃতিরা, অশ্রুবিন্দু ঝরে।
অশ্রুবিন্দু যোগ হয়ে যেনো হয় রেখা
উড়াল দেয়া পাখিটা দেয় না যে দেখা!
প্রতিশ্রুতি ছুঁড়ে ফেলে উড়ে যায় পাখি
ধ্রুপদী বিষন্নতায় একা পড়ে থাকি
নিভৃতে,নির্জনতায় স্মৃতি কেনো নড়ে?
জেগে উঠলে স্মৃতিরা, অশ্রুবিন্দু ঝরে।
অশ্রুবিন্দু যোগ হয়ে যেনো হয় রেখা
উড়াল দেয়া পাখিটা দেয় না যে দেখা!