পুনঃ পুনঃ প্রভঞ্জনে লন্ড ভন্ড হয়ে গেছে
স্বপ্নের শান বাঁধানো ঘাট।
আশাগুলো যেন বালির বাঁধ,
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই ভেঙ্গেচুরে হয়েছে খানখান।
প্রত্যাশাগুলো সব অঙ্কুরেই হয়েছে বিনষ্ট।
ফসলের গোলাগুলো যেন ভূগছে স্পর্শসুখের অতৃপ্ততায়।
আর আমি,এখন আর সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই না
ঘরপোড়া গরুর মতোন।
খাদের কিনারায় দাঁড়িয়েও দৃঢ়তা দেখাই ফিরে আসার।
সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর নিশানা দেখে
আশাগুলোকে জিইয়ে রাখি শেষ অব্দি।
ধ্বংসস্তুপে দাঁড়িয়েও ইমারতের স্বপ্নে থাকি বিভোর।
দুঃখ দরিয়ায় ভাসিয়ে দেই স্বপ্নডিঙি।
জীবন মাচাঙে বাইয়ে দেই আশালতা।
বজ্রমুষ্ঠি আর শক্ত চোয়ালে
প্রতীক্ষার প্রহর গুণি দুঃসহ রাত্রিবসানের।
অন্তরে বাজতে থাকে আশাজাগানিয়া গান।
ভোর হবেই। উঁকি দিবেই সোনালী আলোকবর্তিকা।