তীব্র খরতাপের এইসব দিনগুলোতে
আগলে রাখতো গভীর মমতায় প্রকাণ্ড এক মহীরুহের প্রলম্বিত ছায়া।
সেই মহীরুহ এখন করেছে বর্ধন স্বর্গোদ্যানের শোভা।
তবুও ওষ্ঠাগত প্রাণ মিছেই খুঁজেফিরে প্রলম্বিত সেই ছায়া।
যেই চাঁদ হারিয়ে যায় অমাবস্যায়,সেই চাঁদই ফিরে আসে ভরা পূর্ণিমায়;
গোধূলিলগ্নে ডুবে যাওয়া সূর্যটাও ফিরে আসে ঊষায়
ভাটায় দূরে সরে যাওয়া জলরাশি ফিরে আসে জোয়ারে
বছরান্তে ঋতুগুলোও কড়া নাড়ে দুয়ারে।
শুধু ফেরে না সেই মহীরুহ, ফেরে না তাঁর প্রলম্বিত ছায়া
সেই মহীরুহ যে ফিরে গেছে তাঁর আপনদেশে!
কখনোসখনো সাধ জাগে চড়ার ওপারের খেয়ায়
ইচ্ছে হয় শুয়ে থাকি সেথায় প্রলম্বিত সেই ছায়ায়।