গতরের নদীতে যদি প্রবাহিত হয় অকুণ্ঠ উত্তাপ
জেগে ওঠে,কাচঘরে বন্দী সৌম্য পারদের নদী;
প্রিয়ার দরদের নদীটায়ও ফুলেফেঁপে উঠে জলোচ্ছ্বাস।
গতর,পারদ আর দরদের ত্রিমোহনায়-অদ্ভুত প্রেমের বুদ্বুদ!
দফায় দফায় জলপটি,পারদের নদীতে নামে ভাটা
প্রিয়ার দরদের নদীটাও বুঝি সেই পথেই দিবে হাঁটা!