এখন আমি জাফরানি বর্ণের বৃন্ত সমেত ঝরে যাওয়া কোন শিউলি ফুল
লাভ নেই তাতে একবিন্দুও, যদি হও সুবাসিত সেই রাতের জন্য ব্যাকুল!
কতো রাজ্যের ঘুম জমা ঐ দু’চোখে, শিয়রে ঘুমপাড়ানি মাসি পিসি
আর তাই বুঝি ঘুমিয়ে ঘুমিয়েই করে দিলে পার সুবাসিত সেই নিশি।
বেখেয়ালি কোন পথিকের পদতল করেছে যে আমায় পিষ্ট!
মোহনীয় সুরভী, দুধসাদা পাপড়ি, জাফরানি বৃন্তের কোনকিছুই নেই অবশিষ্ট।