চামচ আর পেয়ালার টুংটাং লেগেই থাকে সারাবেলা।
চায়ের কাপে উঠে ঝড় হরহামেশা।
তুফোনী চুমুকেই বুঝি চাঙ্গা হয় দেহমন!
একেকজন তাই হয়ে উঠে তুখোড় তর্কবাগীশ।
ক্যাফেইন আর নিকোটিনের খোঁচায়ও জেগে ওঠে না কুম্ভকর্ণ বিবেক।
উদো আর বুদো পিন্ডিটা একে অপরের কাঁধে চাপাতেই ব্যস্ত সময় করে পার।
চোখে কালো কাপড় বেঁধে সেসব অন্ধ তার্কিকেরা
লড়তেই থাকে হার না মানা তর্কযুদ্ধে।
ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় পুরোটা টি স্টল।