কেবলমাত্র মিনিট পাঁচেকের পথ যেখানে বেঁধেছে আজ সে ঘর
অতিথিপরায়ণ সেই একজন এখন আর থাকে না প্রতীক্ষায়
বরণমালার ডালা সাজিয়ে হাতে,
বসতে দেয় না পিঁড়ে,
জলপান যে করতে দেয় না শালি ধানের চিঁড়ে।
নিঃসীম আঁধার এক শয়নকক্ষে শুয়ে থাকে শুধু একা।
পাই না তার স্পর্শসুখ, মেলে না যে তার দেখা!
অবশেষে তার সারে বেড়ে উঠা গুল্মলতাটা ছুঁয়ে দিয়ে
দুধের স্বাদ মেটাই ঘোলে।
কেবলমাত্র মিনিট পাঁচেকের পথ যেখানে বেঁধেছে আজ সে ঘর
তবুও সেই দূরত্ব অসীম,যদিও একই শহর।