কা কা স্বরে কেবল কাকেরাই বুঝি কন্ঠ মেলায় একতার কোরাস গানে
পুঁতময় হিংসা বিদ্বেষেই কাকের যতো অরুচি,ছুটে না স্বার্থান্বেষী টানে।
পিঁপড়াগুলো সারিবদ্ধভাবে চলে, কোন তন্ত্রমন্ত্রের বলে?
অপশক্তির কুঠারাঘাতেও ধরে না চিড় শৃঙ্খলার শৃঙ্খলে।
যদিও নেই সংবিধান তবুও কতোটা নিয়মতান্ত্রিক মৌমাছির ঐ ঝাঁক
ধরাবাঁধা নিয়মের স্বর্গরাজ্য, যেনো একেকটা মৌচাক!