দিনশেষে নিয়তির ঘাড়েই চাপিয়ে দেয়া হয় যাবতীয় ব্যর্থতার দায়ভার।
তীক্ষ্ণতা হারানোর ইতিহাস ঠিকই জানে মরচেধরা কাস্তে,খুন্তি কিংবা কুঠার।
তপস্যার ছিপেই কেবল ধরা দেয় সৌভাগ্যের তপসে মাছ।
না মেলে ইচ্ছেডানা ছুঁয়েছে কে কবে সাফল্যের আকাশ?
তুমিই ভাস্কর তোমার ভাগ্যদেবীর;গড়ো নিজের মতোন চোখ, মুখ, মাথা।
অনিচ্ছায় তোমার,দেয় না একটিও পরিবর্তনের আঁচড়;স্বয়ং বিধাতা।