ছেলেবেলায় নৈশকালীন বাস ভ্রমণে
বাসের সাথেসাথে চাঁদের ছুটে চলা দেখে
বিস্ময়ে কপালে উঠতো দু’চোখ।
বাবাকে জিজ্ঞেস করতেই আদুরে কণ্ঠে বলতেন-
” চাঁদ তোমাকে পাহারা দেয় বাবা!”
ছোট্ট সেই মগজে কথাগুলো গেঁথে গেলেও
বড়বেলায় এসে বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলাম
বাবাই হচ্ছেন আমার পাহারা দেয়া চাঁদ।
সকাল,দুপুর, সাঁঝে মুঠোফোনে কল দিতেন বাবা নিয়ম করে।
কল দিতেন নিয়মের বাহিরেও কতবার!
জেনে নিতেন আমার সর্বশেষ আপডেট।
এখন আমার আকাশে বিরাজ করছে চির অমানিশা
মুঠোফোনেও আসে না বাবার কোন কল।
nice