হা মুখ করেই পড়ে রবে আলনায় রাখা সেই জুতোজোড়া,
চশমাটার কাচ ভেদনে ঠিকরে বেরুবে না মায়াবী দৃষ্টি,
মুঠোফোনের ওপ্রান্ত থেকে আর উচ্চারিত হবে না দরাজ কণ্ঠ।
রেখে যাওয়া তৈজসপত্রগুলো স্মৃতির অলিগলিতে নিয়ে যাবে ডেকে।
শুধু জ্বলজ্বল জ্বলতে থাকবে গায়ে দাগ না লাগা কিছু আদর্শ।
ব্যাপিত হোক সুবাসিত সেই আদর্শ সন্তানদের ধারণকৃত বুক থেকে!