বুঝলে তালেব!
যে গুরু নিজেই শিখেনি দাঁড়াতে সটান শিরদাঁড়ায়
জাতির মেরুদণ্ড গঠনে সে আর কি এমন ভূমিকা রাখতে পারে!
শিক্ষার জন্য এসে সেবার জন্য বেরিয়ে যাওয়ার কথা ছিলো যে মেধাবী তরুণদের
তাদের মধ্যে কেউ কেউ বনেছে আজ দুর্ধর্ষ খুনী,
কেউ আবার অকালে ঝরে যাওয়া সুবাসিত ফুল।
তেমনি এক ঝরা ফুলের নাম ‘আবরার’।
তালেব! আজ অবধি আমরা শিখে উঠতেই পারলাম না
কি করে তুলে নিতে হয় কাঁধে ব্যর্থতার দায়ভার!