জবড়জং হয়েই আটকে আছি সেই চেনাগলির চোরাবালিতে।
হাওয়া বদলের অভিপ্রায়ে পাখিরাও দেয় পাড়ি হাজার ক্রোশ পথ!
ইকারাসের ডানায় পেরুতে চেয়েছিলাম প্রতিবন্ধকতার সুউচ্চ পাঁচিল।
রূঢ় বাস্তবতার প্রখর উত্তাপে হয়েছে যে বিগলিত মোমের সেই ডানা!
গতানুগতিকতার শিকলে বাঁধা মনটা হতে চায় চনমনে নির্মল হাওয়ায় অবগাহনে;
বেরুতেই হবে গোলকধাঁধা থেকে দাইদালাসের পিঁপড়ে বিদ্যায়,যাবোই সমুদ্র পানে।