ভেবো না শীতেরা আর জেঁকে বসবে না কখনই, এই মাঘ গেলে।
কালো মেঘেরাও আর বসাবে না করাল থাবা, আকাশের ঐ নীলে।
মাঝ দরিয়ায় তুফান এলেই বুঝি স্রষ্টার নাম মুখে জপ
অন্যথায় বারংবার ভুলের বাহুডোরে নিজেকে কেবলি সঁপো।
জীবনের গোড়াপত্তন থেকেই মৃত্যুটা করতলে।
নুনেরও হয় সলিলসমাধি, জন্ম যদিও জলে।