কি অবলীলায় দ্বিধাহীন হস্তে করেছিস আমার মুখাগ্নি!
প্রগাঢ় চুম্বনে পুড়িয়েছিস প্রতিক্ষণ।
পুড়তে পুড়তে পরিশেষে হয়েছি পরিত্যক্ত ছাই
উপভোগ্য দৃষ্টিতে করেছিস অবলোকন
তিলেতিলে সেই ক্ষয়ে যাওয়া।
পুড়ে পুড়ে ছাই হতে গিয়ে
আমিও রপ্ত করেছি নিউটনের তৃতীয় সূত্র।
ঘাতের বিপরীতে তাই করেছি প্রতিঘাত,
হয়েছি তোর মৃত্যুর কারণ।