উন্মোচিত রাখে না সে তার পুষ্পদল।
সমীরণে ছড়িয়ে দেয় না সুবাস।
দর্শকের মনোরঞ্জনে নিজেকে করে না আকর্ষক।
অলিরা তাই হুমড়ি খেয়ে পড়ে না তার দুয়ারে।
রঙ্গিন প্রজাপতিরাও পরিব্রাজকের ন্যায়
ঘুরে বেড়ায় না তার আঙ্গিনায়।
তার রূপ আর বর্ণেতে উদাস হয় না কবিমন।
রচে না তাই তাকে নিয়ে দু চার ছত্র চরণ।
অবগুণ্ঠনে আচ্ছাদিত থাকে তার রূপ রস যৌবন।
পামর ভ্রমর তাই ব্যর্থ কালিমা লেপনে।
তবে সেও কামাগ্নিততে পুড়ে ফাগুনের আবির্ভাবে।
সেও হয় অমরাবতী। করে প্রজন্মের বিস্তার।
নয়কো সে ব্যভিচারিণী।।